সাম্প্রতিক পোস্টসমূহ

Archive for November 2014

# আল - ইয়াওমুল - আশুরা (সংকলন) শেষ পর্ব





১০ই মহররম বা ইয়াওমুল আশুরা-
পূর্বদিগন্তে ভোরের সূর্যের আবীর ছটায় রক্তিম আভা ধারণ করেছে । সূর্য ধীরে ধীরে উদিত হচ্ছে । তিন দিনের ক্ষুধা পিপাসায় কাতর, খোলা আকাশের নিচে তাঁবুর ভিতর উত্তপ্ত বালুকা রাশি, প্রখর রৌদ্র তাপে ক্লান্ত পরিশ্রান্ত সদস্যদের হযরত ঈমাম হোসাইন (আঃ) বিভিন্ন বিষয়ে উপদেশ দিতে লাগলেন, জেহাদের ময়দানে ইবনে সা'দের নেতৃত্বাধীন ২০ হাজার এজিদ বাহিনীর মোকাবেলা করার প্রস্তুতি নিতে লাগলেন এবং অহেতুক রক্তপাত বন্ধের শেষ চেষ্টায় রত হয়ে ইবনে সা'দের সৈন্যদের নিকট তশরীফ নিলেন, এবং বলতে লাগলেন - "হে ইরাকবাসি, তোমরা নিশ্চয়ই জানো আমি তোমাদের রাসুলের দৌহিত্র, হযরত আলী আল মর্তুজা (কঃ)'র হৃদয়ের ধন, রাসুল তনয়া ফাতেমাতুজ্জোহরা (রাঃ)'র কলিজার টুকরা, ঈমাম হাসান (আঃ)'র ভাই । রক্তপাত হারাম, আমি তোমাদের এই গুনাহের কাজ হতে বিরত থাকার জন্য অনুরোধ করছি । তোমরা তোমাদের শহরে যদি আমার এই আগমন না-ই পছন্দ কর তবে আমাকে ফিরে যেতে দাও । আমিতো তোমাদের কোন কিছুরই প্রত্যাশী নই, তবে তোমরা কেন আমার জানের প্রত্যাশী ? তোমরা আমার রক্তের বিনিময়ে কি করে বড়লোক হবে, ধনবান হবে ? কাল-হাশরের দিন আমার এই রক্তের তোমরা কি জবাব দিবে ? তোমাদের কাজের পরিণতির কথা তোমরা একবার ভাবো । নিজের পরিণাম চিন্তা করো, একবার ভাবো আমি কে, কার নূর-এ-নাযার এবং কাদের সন্তান ? আমার মা ঐ রাসুল তনয়া ফাতেমাতুজ্জোহরা (রাঃ), যিনি হাসরের দিন পুল-সিরাত পার হওয়াকালিন আল্লাহপাক বলবেন - 'হে আহলে মাহশর বা হাশরবাসী তোমাদের মাথা নত করো এবং চোখ বন্ধ করো, কেননা খাতুন এ জান্নাত ৭০ হাজার হুরসহ এখন পুল-সেরাত পার হবেন ।' আমি ঐ ব্যাক্তি যার প্রতি মহব্বতকে আমার নানাজান রাসুলে খোদা (দঃ) তাঁরই প্রতি মহব্বত বলে ব্যক্ত করেছেন । তোমরাই আমাকে পত্র মারফত দাওয়াত দিয়ে এখানে ডেকে এনেছো আর আজ তোমরাই আমার রক্ত পিপাসু হলে ?" কুফাবাসি তাদের প্রেরিত দাওয়াত পত্রের কথা সম্পুর্ন অস্বীকার করলে এবং হযরত মিথ্যা বলেছেন বললে তিনি বুঝতে পারলেন তাঁর এই প্রচেষ্টা বৃথাই হলো, কোন ফল হলো না । তিনি তথাপি শেষবারের মত কুফাবাসির প্রতি বললেন - "তোমাদের কি রাসুল এ খোদা (দঃ)'র বানীর কথা স্মরণ নেই যে, আমি বেহেশতের সকল যুবকদের সর্দার; আমি কি তোমাদের নবীর দৌহিত্র নই ? তোমরা যাবের বিন আব্দুল্লাহকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো আবু সাইয়ীদ খুদরীকে, আনেস-বিন-মালেককে ।" এতদ শ্রবণে কায়েস-আশআত বলে উঠলো - "তুমি কেন বনি আমেরের কথা মেনে নিচ্ছ না অর্থাৎ এজিদের আনুগত্য স্বীকার করছো না ?" তিনি (হযরত) বললেন - "খোদার কসম, আমি পথভ্রষ্টের মত তার হাতে হাত দিব না, গোলামের মতো কখনও তার দাসত্ব স্বীকার করবো না ।" অবশেষে ইবনে সা'দের নেতৃত্বে এজিদের বাহিনী ঈমামের সাথে জেহাদে অবতীর্ন হলো । সর্ব প্রথম হযরত  হুর (রাঃ) বীরত্বের সাথে যুদ্ধ করে বহু শত্রু সৈন্য কতল করে শাহাদাত বরণ করলেন । এরপর জেহাদে অবতির্ন হলেন আঠারো বছরের যুবক ওহাব - বিন - আব্দুল্লাহ, যিনি তাঁর মাতার আদেশে ময়দানে যাত্রার পূর্বে স্ত্রী হতে অনুমতি নিতে গেলে তরুণী স্ত্রী বললেন - 'আলহামদুলিল্লাহ আমার এতে কোনো আপত্তি নেই; তবে একটি শর্ত বা অনুরোধ যখন আপনি শাহাদাত বরণ করে বেহেশতে প্রবেশ করতে যাবেন, তখন কিন্তু আমাকে ছাড়া প্রবেশ করবেননা ।' হোলও তাই, দেখা গেল তাঁর শাহাদাত বরণের পর তাঁর দ্বিখণ্ডিত মস্তক পাপিষ্ঠরা তাঁবুতে ছুড়ে মারলে তাঁর স্ত্রী ঐ রক্তমাখা দ্বিখণ্ডিত মস্তক কোলে নিয়ে কাঁদতে কাঁদতে এক সময় তারই উপর ঝুঁকে পড়ে চিরনিদ্রায় নিদ্রিত হলেন এবং স্বামীর সাথে বেহেশতে প্রবেশ করলেন । এমনিভাবে একের পর এক বীর ঈমাম সদস্যবৃন্দ বীরত্বের সাথে জেহাদ করে ইবনে সা'দ ও সীমারের অসংখ্য সৈন্য কতল করে শাহাদাত বরণ করতে লাগলেন । ঈমাম পরিবার ভিন্ন যখন আর একজনও অবশিষ্ট রইলেন না তখন ঈমাম তনয় ১৭ বৎসরের যুবক হযরত আলী আকবর (রাঃ) যুদ্ধের সাজে সজ্জিত হয়ে পিতার অনুমতি নিয়ে সর্ব প্রথম ময়দানে উপস্থিত হয়ে বললেন - "আমি হোসাইন বিন আলীর পুত্র, আল্লাহর কসম, আমি রাসুল এ খোদার ঘনিষ্টতম সম্পর্কের অধিকারী ।" ইবনে সা'দ তাঁকে আসতে দেখে বিচলিত হয়ে সিমারকে জিজ্ঞেস করলো - "ইনি কে ? এঁর চেহারাতো চন্দ্র হতে অধিক উজ্জ্বল ।" সীমার বললো - "ইনি হোসাইন বিন আলীর পুত্র ।" শত্রু পক্ষের কেহই যখন তাঁর সামনে আসতে সাহস পেলো না, তিনি তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং একের পর এক শত্রুসৈন্যকে কতল করতে করতে সম্মুখে অগ্রসর হতে লাগলেন । কমপক্ষে ৫০০ শত্রুসেনা খতম করার পর পিপাসায় কাতর হয়ে তাঁবুতে ফিরে এসে হযরত হোসাইন (আঃ) কে বললেন - "আব্বাজান, পিপাসায় আমি অন্ধকার দেখছি ।" হযরত ঈমাম হোসাইন (আঃ) তাঁকে সান্তনা দিয়ে বললেন - "বৎস, তোমার প্রপিতামহ রাসুলে খোদা (সাঃ) হাউজে কাউসারের শরবত নিয়ে তোমার অপেক্ষায় আছেন ।" এতদশ্রবনে তিনি আবার ঘোড়া ছুটিয়ে ময়দানে ফিরে গেলেন । দুশমনদের মাথার উপর তাঁর তলোয়ার বিদ্যুতের ন্যায় চমকাতে লাগলো । শত্রুর তীর ও নেজার আঘাতে তাঁর দেহ মোবারক ক্ষত-বিক্ষত হতে লাগলো, এমনি এক সময় তিনি একটু থামলে তাঁর পিছন হতে মর্দন-বিন-মনকাছের নেজার আঘাতে তিনি ধরাশায়ী হলেন । হযরত ঈমাম হোসাইন (আঃ) ঘোড়া ছুটিয়ে এসে দেখলেন তাঁর প্রানের ধনকে দুশমনেরা ইতিমধ্যে টুকরো টুকরো করে ফেলেছে । তিনি খণ্ডিত দেহ মোবারককে একত্রিত করে তাঁবুতে নিয়ে গেলেন । লাশ মোবারক দেখে সবাই ক্রন্দনে ভেঙ্গে পড়লেন । এমনিভাবে হযরত আব্দুল্লাহ বিন মোসলেম, হযরত কাসেম বিন হাসান, হযরত আব্বাস, জয়নবের দুই পুত্র আউন এবং মোহাম্মদ প্রমুখ আওলাদ ও ফরজন্দে ঈমাম হোসাইন (আঃ) বীরত্বের সাথে জেহাদ করে একের পর এক শাহাদাত বরণ করতে লাগলেন । এক সময় তাঁবুর মধ্য হতে ক্রন্দনের আওয়াজ ভেসে এলে তিনি তাঁবুর ভিতরে প্রবেশ করে দেখেন দুগ্ধপোষ্য শিশু আসগর যার বয়স মাত্র ৬ মাস, নিদারুণ পিপাসায় ছটফট করছেন । হযরত জয়নব কেঁদে উঠে বললেন - "ভাইয়া, সকল দুঃখ-কষ্টই সহ্য করা যায়, কিন্তু এ দৃশ্য সহ্য করা যায় না।" হযরত ইমাম হোসাইন (আঃ) বললেন - "একে আমার কাছে দাও, হয়তো এই বাচ্চার প্রতি কারও দয়া হতে পারে।"
শিশু আসগর (রাঃ) কে কোলে নিয়ে তাঁবুর বাইরে এসে বললেন - "হে কুফাবাসি, এ দুগ্ধপোষ্য শিশু তোমাদের কোনই ক্ষতি করেনি, অন্ততঃ এই শিশুটিকে এক চুমুক পানি দাও।" কিন্তু পানির পরিবর্তে এক পাষণ্ডের তীর এসে শিশু আসগর (রাঃ)'র গন্ডাদেশ চিড়ে হযরত হোসাইন (আঃ)'র বাহুবিদ্ধ করলো। তিনি বেদনাকাতর নয়নে আকাশপানে একবার তাকালেন এবং তীর বের করে ছুড়ে ফেলে দিলেন। শিশু আসগর (রাঃ)'র গন্ডাদেশ হতে রক্তের ধারা প্রবাহিত হতে লাগলো। তিনি এক কোশ রক্ত নিয়ে আকাশের দিকে ছুড়ে মাড়লেন এবং বললেন - "হে আল্লাহ তুমি যদি খুশি থাকো তাহলে এক আলী আসগর কেনো, এমনি হাজারো আলী আসগর তোমার রাস্তায় একে একে কোরবান করতে থাকবো।" এমনিভাবে একের পর এক ঈমাম পরিবার শাহাদাত বরণ করতে করতে পুরুষবর্গের মধ্যে একমাত্র শাহজাদা হযরত জয়নাল আবেদিন (রাঃ) এবং হযরত ঈমাম হোসাইন (আঃ)-ই অবশিষ্ট রইলেন। অসুস্থতার জন্য হযরত জয়নাল আবেদিন (রাঃ) কে জেহাদে শরীক হতে বারন করে হযরত ঈমাম হোসাইন (আঃ) নিজেই ময়দানে যাত্রার জন্য তৈরি হতে লাগলেন। ময়দানে সে কি করুন দৃশ্য! শহীদানদের রক্তে রঙ্গিন কারবালার জমিন, ভাই ভাতিজা সন্তান এবং অন্যান্য শহীদগণ খণ্ডিত-দ্বিখণ্ডিত দেহ মোবারক নিয়ে রক্তের চাঁদরে মুখ ঢেকে ময়দানের এখানে সেখানে পড়ে আছেন, আশার প্রদিপ নিভে গেছে, ভারাক্রান্ত হৃদয়ে অস্ত্র হাতে নিয়ে ঘোড়ায় সাওয়ার হয়ে শত্রু সেনাদের সামনে হযরত ঈমাম হোসাইন (আঃ) বলতে লাগলেন - "হে জালেমগণ খোদাকে ভয় করো, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করে থাকো আমার নানাজান সাইয়েদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মোস্তফা (দঃ)'র প্রতি ঈমান এনে থাক; কেয়ামতের দিনের বিচারকে বিশ্বাস করে থাক তাহলে আমার নানাজান সাইয়েদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) যিনি সকল গুনাহগারের শাফায়েতকারি; সকল মুসলমান যার শাফায়েতের প্রত্যাশি; তাঁর কাছে অন্যায় ভাবে আমাদেরকে হত্যার, এই রক্তপাতের কি জবাব দিবে ? তোমরাতো আমার পরিবার ও প্রিয়জনদের সকলকে শহিদ করেছো। এখনতো শুধু বাকি আছি আমি, যদি সিংহাসন বা রাজত্বই আমার প্রতি তোমাদের এই আক্রশের মূল কারন হয়ে থাকে, তাহলে আমাকে আরব ছেড়ে দুনিয়ার অন্যত্র চলে যেতে দাও। অন্যথা আমি আল্লাহর মর্জির উপরে সবর এখতিয়ার করে তাঁর হুকুম পালনে ব্রত হবো।" হযরতের এই বাণী শুনে অনেক কুফাবাসিরই চোখে অশ্রু দেখা দিল। ইবনে সা'দ এতদ দর্শনে ভিত হয়ে বলতে লাগলো - "আপনি কাহিনী সংক্ষিপ্ত করুন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে এজিদের বশ্যতা স্বীকার করুন অন্যথা যুদ্ধে অবতীর্ন হওয়া ছাড়া আপনার আর কোন গতি নেই।" হযরত বললেন - "অন্যায়ের পূজারীর হাতে ন্যায়ের পূজারী কি করে আত্মসমর্পন করতে পারে ?" অবশেষে ইবনে সা'দ ও সিমারের নেতৃত্বাধীনে এজিদবাহিনী নিঃসঙ্গ ও পরিশ্রান্ত শাহাজাদার প্রতি হামলা চালাতে তৈরি হলো। এজিদ বাহিনীর বাছাই করা শ্রেষ্ঠ সৈন্যগণ একে একে তাঁর সহিত সম্মুখ সমরে অগ্রসর হলে তিনি তলোয়ারের একই আঘাতে তাদেরকে ধরাশায়ী করে বীরবিক্রমে ফোরাতকূলে উপস্থিত হলে সা'দ ও সীমার তাদের পরিণামের কথা চিন্তা করে প্রমোদ গুনতে লাগলো। সীমার চিৎকার করে বলতে লাগলো - "হে সৈন্যদল, সাবধান! হোসাইন বিন আলী এক কাতরা পানিও যেন পান করতে না পারে, তাহলে আমাদের একজনও জীবন নিয়ে কারবালা ত্যাগ করতে পারবে না।" হযরত হোসাইন (আঃ) ফোরাতে নেমে যেই না আঁজল ভরে পানি উঠালেন অমনি হযরতের দন্ত মোবারক লক্ষ করে হাসিন-বিন-নমির নামক এক নরাধম-পাষন্ড তীর ছুঁড়ল, তীরের আঘাতে তাঁর দন্ত মোবারক হতে রক্তের ধারা প্রবাহিত হতে লাগলো; আঁজলের পানি রক্তে রঙ্গিন হলো। তিনি ঐ রক্তমাখা পানি আসমানের দিকে ছুঁড়ে মারলেন। ইবনে সা'দ ও সীমার যখন বুঝতে পারলো যে, এমনিধারায় যুদ্ধ চললে তাদের পরাজয় অবশ্যম্ভাবী তখন চারিদিক হতে একযোগে আক্রমন চালাতে এবং হযরতের উপর তীরের বর্ষন করতে নির্দেশ দেয়া হলো। চতুর্দিক হতে নিক্ষিপ্ত হাজার হাজার তীরের আঘাতে হযরতের ওযুদ মোবারক ক্ষত-বিক্ষত হতে লাগলো, নূরময় দেহ রক্তে রঙ্গিন হতে লাগলো। তথাপি তিনি বীরবিক্রমে যুদ্ধ করে যেতে লাগলেন। এমনি সময়ে সেনান-বিন-আনেছ, খুলি-বিন-এজিদকে হযরতের গর্দান মোবারক দ্বিখণ্ডিত করার আদেশ দিলে সে সম্মুখে অগ্রসর হলো বটে, কিন্তু তাঁর গর্দান মোবারক লক্ষ্য করে তলোয়ার তুলতে সাহস করলো না। তখন সেনান-বিন-আনেছ স্বয়ং ঘোড়া ছুটিয়ে হযরতের সামনে  এসে ঘোড়া থেকে নামলো এবং তলোয়ার দ্বারা হযরতের শির মোবারক ওযুদ মোবারক হতে আলাদা করে ফেললো। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) অর্থাৎ তিনি শাহাদাত বরণ করলেন।
সমস্ত আকাশ মুহূর্তের মধ্যে রক্তবর্ন ধারণ করলো, চতুর্দিক গভীর তমসাচ্ছন্ন হলো, কিছুক্ষন পর তমসা কেটে গেলো, আকাশ হতে রক্তের বারিধারা বর্ষিত হতে লাগলো। এমনি করে কারবালা প্রান্তরের মর্মান্তিক ইতিহাস সংঘটিত হলো।
সত্য ও ন্যায়ের ঝান্ডা উড্ডয়নের জন্য, লক্ষ লক্ষ ভক্তপ্রান উম্মতে মোহাম্মদীর নাজাতের জন্য, ইসলামের বুনিয়াদকে সুদৃঢ় ও চিরস্থায়ি করার জন্য ঈমাম হোসাইন (আঃ) এবং তাঁর পরিবারবর্গ একে একে কারবালা-প্রান্তে শাহাদাত বরণ করলেন, কিন্তু এজিদের হাতে হাত রেখে বশ্যতা স্বীকার করলেন না।
 
নূরে নজরে হোসাইন হযরত খাজা গরীব নওয়ায রাঃ আঃ র পবিত্র কন্ঠে কি অন্তহীন তাৎপর্য নিয়ে ধ্বনিত হয়েছেঃ 

"হোসাইনই শাহানশাহ হোসাইনই বাদশাহ
হোসাইনই দ্বীন হোসাইনই দ্বীনের ত্রাতা
দিয়েছেন শির দেননিতো ইয়াযিদের হাতে হাত
মহাসত্য তো এই যে হোসাইনই 'লা ইলাহার' বুনিয়াদ।"


লেখকঃ এস জি এম চিশতী


(সমাপ্ত) 


# আল - ইয়াওমুল - আশুরা (সংকলন) পর্ব - ৩



আহলে বায়েত গণের শা'ন যে কত মহান, তাঁদের মর্তবা যে কত উর্ধ্বে, হুযুর পাক (সাঃ)'র পবিত্র বানীও তার যথার্থ প্রমাণ বহন করে।
হুজুর পাক (সাঃ) ফরমানঃ
"মোহাম্মদের আল বা পরিবারবর্গ মারেফত দোযখ হতে পরিত্রাণ লাভের অবলম্বন। মোহাম্মদের আল এর প্রতি ভালোবাসা পুল-সিরাত পার হওয়ার সনদ এবং মোহাম্মদের আল এর বেলায়েত আজাব হতে আমান স্বরূপ।"
হুজুর (সাঃ) ফরমানঃ
"তোমরা আমাকে ভালবাসো আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য, আর আমার আহলে বায়েতকে ভালবাসো আমার ভালোবাসা লাভ করার জন্য।"
হুজুর (সাঃ) ফরমানঃ
"হে মানুষ, আমি তোমাদের জন্য ঐ (মুল্যবান) বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা তা' দৃঢ় ভাবে ধারণ কর তবে কখনও পথভ্রষ্ট বা গোমরাহ হবে না। তা' হলো আল্লাহর কিতাব ও আমার ইতরাত (আপনজন), আমার আহলে বায়েত।"
হুজুর (সাঃ) আরো ফরমানঃ
"আমার আহলে বায়েত হলো নূহ এর নৌকা স্বরূপ, যারা এতে আরোহণ করেছে (অর্থাৎ, এতে নিজেকে সমর্পন করেছে) তারা পরিত্রাণ লাভ করেছে। আর যারা এর বিরোধিতা করেছে (অর্থাৎ, আনুগত্য স্বীকার করে নাই) তারা নিমজ্জিত (অর্থাৎ, ধ্বংস প্রাপ্ত) হয়েছে।"
কিন্তু কি মর্মন্তুদ যে, অর্থের লোভে, প্রাচুর্য্যের লোভে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে পরকালকে ভুলে গিয়ে উম্মতে মোহাম্মদীর মুখোশ পরে আবু সুফিয়ানের দৌহিত্র মাবিয়ার পুত্র এজিদের নির্দেশে তার অনুসারীগণ কারবালা প্রান্তরে এই আহলে বায়েতগণের অন্যতম, নূর - এ - নাযরে রাসুলে খোদা (সাঃ), জীগার গোশায়ে ফাতেমা (রাঃ) হযরত ঈমাম হোসাইন (আঃ), তাঁর পরিবারবর্গ ও সহচরবৃন্দের উপর নির্মম অত্যাচার চালাতে, নিষ্ঠুরভাবে হযরত আলী আকবর (রাঃ), দুগ্ধপোষ্য শিশু হযরত আলী আসগর (রাঃ) প্রমুখ আওলাদে হোসাইনকে এমনকি হযরত ঈমাম হোসাইন (আঃ) কেও হত্যা করতে এতটুকু দ্বিধাবোধ করেনি। হযরত ঈমাম হোসাইন (আঃ) আহলে-বায়েত সম্পর্কে আল্লাহ ও রাসুলের বাণী স্মরণ করিয়া দেয়া সত্ত্বেও এজিদের অনুসারি এই নর পিশাচদের হৃদয়ে বিন্দুমাত্র দাগ কাটেনি। ক্ষমতা লোলুপ মদ্যপায়ী চরিত্রহীন এজিদ ইবনে মাবিয়ার হীন চক্রান্ত এবং বুজদেল - বেঈমান কুফাবাসীদের বেঈমানির ফলশ্রুতি স্বরূপ কারবালা প্রান্তরে ঈমাম পরিবারকে কেন্দ্র করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল তারই প্রেক্ষাপটে রচিত হৃদয় বিদারক করুন ইতিহাসের কিয়দাংশ সংক্ষেপে এখানে তুলে ধরা হলো।
কুফাবাসীদের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তথায় যাওয়ার পরিকল্পনা নিয়ে হযরত ঈমাম হোসাইন (আঃ) ২৭শে রজব মক্কা - মোয়াজ্জেমার উদ্দেশ্যে মদিনা তৈয়বা হতে বিদায় গ্রহণ করে যথা সময় মক্কা - মোয়াজ্জেমায় পদার্পন করলে মক্কার মুসলমানগণ, বিশেষ করে সাহাবায়েকেরামগণ হযরত ঈমাম হোসাইন (আঃ) কে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। তিনি তাদের নিকট কুফাবাসিদের আমন্ত্রনের কথা এবং তথায় যাওয়ার স্বীয় আভিপ্রায় ব্যক্ত করলে সাহাবায়েকেরাম অসম্মতি প্রকাশ করলেন। এদিকে কুফাবাসিদের শতশত আমন্ত্রনপত্র ক্রমাগত তাঁর নিকট পৌঁছুতে থাকলে তিনি তথায় যাত্রার সিদ্ধান্ত নিলে সাহাবায়েকেরাম হযরত ঈমাম মোসলেম হানফি (রাঃ) কে কুফায় পাঠিয়ে তথাকার সত্যিকার পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য হযরত ঈমাম হোসাইন (আঃ)  কে পরামর্শ দিলে হযরত তা-ই করলেন। হযরত ঈমাম মোসলেম হানফি (রাঃ) তথায় পৌঁছুলে কুফাবাসিগন তাঁকে আজীমুসশা'ন সম্বর্ধনা প্রদান করলো। শতশত কুফাবাসি তাঁর নিকট বয়াত গ্রহণ করতে লাগলো। শাসনকর্তা নোমান-বিন-বশিরও এর কোনও প্রকার বিরোধিতা করেনি। ঈমাম মোসলেম হানফি (রাঃ) তাই সরল বিশ্বাসে তথাকার পরিস্থিতি হযরত ঈমাম হোসাইন (আঃ)'র তথায় আগমন সম্পুর্নরুপে অনুকুল মনে করে হযরতকে কুফায় আগমনের জন্য সুপারিশ করে পত্র পাঠালে এবং হযরত ঈমাম হোসাইন (আঃ) কুফায় যাত্রার প্রস্তুতি নিতে থাকলে মক্কা - মোয়াজ্জেমার সাহাবায়েকেরাম বিশেষ করে হযরত আব্দুল্লাহ-বিন-উমর (রাঃ), হযরত উমর-বিন-আস (রাঃ), হযরত আব্দুল্লাহ বিন জায়ের (রাঃ) প্রমুখ সাহাবায়েকেরাম কুফাবাসিদের বদচরিত্র ও বেওফাদারি সম্পর্কে হযরতকে পুনরায় স্মরন করিয়ে তথায় যেতে ঘোর আপত্তি জানালে তিনি বললেন, "আমি সবই অবগত, অর্থাৎ শুধু কুফাবাসিদের চরিত্রই নয় আরও অনেক বিষয়ে আমি অবগত।" কিন্তু এই যাত্রার পেছনে আল্লাহপাকের এক বিশেষ রা'জ বা নিগূড় রহস্য নিহিত আছে।
প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, হযরত ঈমাম হোসাইন (আঃ) কুফার অন্তর্গত ফোরাতকুলে কারবালা প্রান্তরে কি ঘটবে তা পূর্ব হতেই অবগত ছিলেন। মক্কা মোয়াজ্জেমায় যাত্রার উদ্দেশ্যে মদিনা তৈয়বা হতে বিদায় নেয়ার পূর্ব রজনীতে তিনি যখন বিচ্ছেদ বেদনায় ভারাক্রান্ত হৃদয়ে রাসুলে খোদা (দঃ) এর রওজা আকদাছকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত নয়নে বিগলিত কন্ঠে আরজ করেছিলেন "হে নানাজান! আমি ঐ হোসাইন, যার জন্য বনের হরিণী নিজের বাচ্চা নিয়ে আসতো; আমি ফাতেমাতুজ্জোহরা (রাঃ)'র ঐ হৃদয়ের ধন যার দোলনা ফেরেশতারা দোলাতো। আমি ঐ শাহজাদা, যাকে আপনি স্বীয় স্কন্ধ মোবারকে সাওয়ার করাতেন।" এমনিভাবে আরজ করতে করতে এক সময় যখন তাঁর চোখে তন্দ্রা নেমে এলো, তিনি দেখতে পেলেন, হুজুর আকরাম (সাঃ) নূর দীপ্ত (জালওয়াগার) অবস্থায় তাঁর মাথা মোবারক স্বীয় কোল-মোবারকে নিয়ে ফরমাচ্ছেন - "হে আমার হৃদয়ের ধন হোসাইন, অতিশিঘ্রই তুমি আমার সাথে মিলিত হবে। আমি দেখতে পাচ্ছি তুমি ক্ষুধা-পিপাসায় ক্লান্তদেহে আমার কাছে ফিরে এসেছো। তোমার এই নূরীদেহ কারবালার মাটিতে দ্বিখণ্ডিত হবে। ঐ মাটি তোমার হলকমের রক্তে রঙ্গীন হবে। বৎস হোসাইন সবর এখতেয়ার করো।" তন্দ্রা কেটে গেলে তিনি তাঁর আম্মাজান ক্বেবলা খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ্জোহরা (রাঃ)'র রওজা পাকে উপস্থিত হয়ে অশ্রুসিক্ত নয়নে, বিগলিত কণ্ঠে যখন আরজ করলেন - "আম্মাজান আপনার প্রানাধিক প্রিয় হোসাইন কারবালা প্রান্তরে হলকম কাটাতে চলেছে, তাই আপনার নিকট বিদায় নিতে এসেছি।" মাযার পাক হতে আওয়াজ এলো - "আমি তোমার অপেক্ষায় আছি"। এতদ্বভিন্ন তাঁর শাহাদাত বরণ তথা সাইয়েদোশশোহাদার মর্যাদা লাভের সংবাদ তাঁর শৈশবেই জিবরাঈল (আঃ) হযরত রাসুলে খোদা (দঃ) কে প্রদান করেছিলেন। যা হযরত উম্মে সালমা (রাঃ), হযরত আলী আল মর্তোজা (কঃ), হযরত ফাতেমতুজ্জোহরা (রাঃ) এবং অনেক বিশিষ্ট সাহাবায়েকেরাম এমনকি তিনি নিজেও অবগত ছিলেন।
হযরত ঈমাম হোসাইন (আঃ) সপরিবারে অল্প সংখ্যক সদস্যের কাফেলা নিয়ে কুফা অভিমুখে রওনা হয়ে "মোকামে-শাকুকে" পৌঁছুলে হযরত ঈমাম মোসলেম (রাঃ)'র শাহাদাত বরণের দুঃসংবাদ পেয়ে বললেন "ইন্নালিল্লাহে ওয়াইন্না এলাইহে রাজেউন" এবং কাফেলার সদস্যগণকে উদ্দেশ্য করে বললেন, "তোমাদের মধ্যে যারা ফিরে যেতে চাও যেতে পার, আমি সন্তুষ্টচিত্তে তোমাদেরকে ফিরে যাওয়ার অনুমতি দিচ্ছি।" কেউই যখন হযরতকে ছেড়ে ফিরে যেতে রাজী হলেন না, তখন তিনি কাফেলাসহ অগ্রসর হয়ে পথ অতিক্রম করতে করতে ২রা মহররম এক স্থানে পৌঁছুলে তাঁর ঘোড়া হঠাৎ থমকে দাঁড়ালো। অনেক চেষ্টা করেও ঘোড়াকে যখন এক কদমও অগ্রসর করানো গেলো না তখন হযরত জিজ্ঞেস করলেন, "এটা কোন স্থান ?" কাফেলার সাথীগণ আরজ করলেন - "একে মারহীয়া বলে"। তিনি আবার বললেন - "এর আর কোনও নাম আছে কি ?" আরজ করা হলো, "একে কারবালাও বলা হয়"। হযরত উচ্চারণ করলেন "আল্লাহু-আকবর", বললেন- "কারবালার মাটি ? এইতো ঐ স্থান যার সম্বন্ধে আমার নানাজান ক্বেবলা রাসুল-এ-খোদা (দঃ) বলেছিলেন।" এবং তাঁবু ফেলার নির্দেশ দিলেন।
৩রা মহররম সূর্যোদয়ের পরপরই আব্দুল্লাহ-ইবনে-সাদ এজিদের বিপুল সংখ্যক সেনাবাহিনী নিয়ে কারবালা প্রান্তরে উপস্থিত হলো, হযরত ঈমাম হোসাইন (আঃ) তাকে ডেকে এনে অনেক সদুপদেশ দিলেন, আখেরাতের ভয়াবহ পরিণতি সম্পর্কে অবহিত করলেন। কিন্তু পুরষ্কারের লোভ, পদোন্নতির লালসার কারনে তার হৃদয় বিন্দুমাত্র বিচলিত হলো না। হযরত তিনটি প্রস্তাব দিলেন যথাঃ
"আমাকে সেরহেদাত যেতে দাও; শান্তিপূর্ণ সমাধানের জন্য এজিদের সঙ্গে আলাপ-আলোচনার্থে তার নিকট যেতে দাও; অথবা আমাকে হেজ্বাজে ফিরে যেতে দাও।" পাষাণ হৃদয় ইবনে সাদ তা মেনে নিলো না। সময় অতিবাহিত হতে লাগলো। এক সময় ফোরাতের পানিও রাসুলে খোদা (দঃ)'র নূর এ নাজার হযরত ঈমাম হোসাইন (আঃ) এর পরিবার এবং তাঁর সাথীগণের জন্য বন্ধ হয়ে গেলো।
৯ই মহররম আব্দুল্লাহ ইবনে সাদ এজিদের পক্ষে যুদ্ধের ঘোষণা দিলে হযরত ঈমাম হোসাইন (আঃ) একরাত্রের সময় চেয়ে নিলেন, বললেন -"আগামীকাল দেখা যাবে"। রাত্রি নেমে এলো, হযরত সাথীদের সবাইকে ডেকে বললেন - "রাত্র হয়ে গেছে আল্লাহ তোমাদের হেফাজত করুন, আমি সন্তুষ্ট চিত্তে অনুমতি দিচ্ছি তোমরা একেকটি উট নিয়ে নিজ নিজ শহরে বা গ্রামে চলে যাও, যেন আল্লাহ এই মুসিবত আসান করেন। কেননা রাত পোহালে ইবনে সা'দের লোকেরা কেবল আমাকেই তালাশ করবে, আর কাউকেই করবে না।" হযরতকে একা ফেলে কেউই যেতে রাজী হলেন না। সকল অনুসারিদের তাঁর প্রতি অকৃত্রিম ভালোবাসা, সত্যের জন্য আত্মত্যাগের তাদের এহেন দৃঢ়মনোভাবের পরিচয় পেয়ে তিনি উৎসাহিত হলেন এবং স্বীয় তলোয়ার বের করে পরিষ্কার করতে লাগলেন। সারারাত্রি যেকরে-এলাহীতে মশগুল থাকাকালীন ক্ষনিকের জন্য তন্দ্রাচ্ছন্ন হলে দেখলেন, সরওয়ারে কায়েনাত রাসুলে খোদা (সাঃ) কতিপয় নুরদ্দীপ্ত সুরতসহ তথায় তশরীফ এনেছেন এবং শাহজাদা হোসাইন (আঃ) কে স্বীয় কোল মোবারকে নিয়ে বলতে লাগলেন - "হে আমার নূর এ নাজার, হে আমার হৃদয়ের ধন, চেয়ে দেখো এই সকল পবিত্র আরওয়াহ তোমারই খেদমতে হাজির। আগামীকালের রাত্রের আহার তুমি আমারই সাথে করবে। বেহেশত তোমারই প্রতিক্ষায় আছে। বেহেশতের হুরগণ তোমারি পথপানে চেয়ে আছে।" তন্দ্রা কেটে গেলে তিনি এই সংবাদ তাঁর পরিবারের সদস্যদের নিকট ব্যক্ত করলে সকলেই পেরেশান হয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন। তাঁবুর মধ্যে রোনাজারী আরম্ভ হলো, সে এক করুন দৃশ্য। হযরতের ভগ্নি হযরত জয়নব (রাঃ) কাঁদতে কাঁদতে বেহুঁশ হয়ে পড়লেন। 
চলবে...

লেখকঃ এস জি এম চিশতী

ফেসবুক ফ্যান হয়ে উঠুন

জনপ্রিয় পোস্টসমূহ

মোট পৃষ্ঠাদর্শন

- Copyright © সত্যকে জানুন - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan -