সাম্প্রতিক পোস্টসমূহ

Posted by : SIRAAJAM MUNIRA Friday, August 1, 2014


ডাউনলোড লিংকঃ ক্লিক করুন






আকীদাসমূহ আলাদা লিঙ্কে পড়ুনঃ

১নং আকিদাঃ হযরত রাসুলুল্লাহ (সাঃ)- কে বড় ভাই-এর সমতুল্যসম্মান করা চাই। এর বেশী করা শিরক।

২নং আকীদাঃ হযরত নবী করিম (সাঃ) হায়াতুন্নাবি নন। তাঁর পবিত্র দেহ মাটির সাথে মিশে গেছে।

৩নং আকিদাঃ আল্লাহ ভিন্ন কারো নিকট, কোন নবী ও ওলীর নিকট সাহায্য চাওয়া বা তাদের উছিলা ধরা শিরক।

৪নং আকিদাঃ হযরত নবী করিম (সাঃ) গায়েব জানেন না, তিনি যে গায়েব জানেন তা বিশ্বাস করা শিরক এবং তিনি উম্মতের শাফায়াতকারীও নন।

৫নং আকিদাঃ হযরত নবী করিম (সাঃ)-কে উদ্দেশ্য করে "ইয়া নবী বা ইয়া রাসুলাল্লাহ" বলা শিরক ও কুফরী।

৬নং আকিদাঃ কোন মৃত ব্যাক্তির উদ্দেশ্যে বা কোন উপলক্ষ্যে "মিলাদুন্নবী" মাহফিল করা এবং মিলাদে কিয়াম করা নাজায়েজ এবং বেদাত।

৭নং আকিদাঃ দ্বীনের আসল মকছুদ 'ইসলামী হুকুমত'। নামায, রোজা, হজ্ব, যাকাত ইত্যাদি সমস্ত ইবাদতই উক্ত মকছুদ অর্জনের মাধ্যম।

৮নং আকিদাঃ (ক) নবীগণ মাছুম নন, প্রত্যেক নবী গুনাহ করেছেন। (খ) মহানবী (সাঃ) নিজের মনগড়া কথা বলেছেন এবং তিনি নিজের কথায় নিজেই সন্দেহ পোষণ করেছেন।

৯নং আকিদাঃ হুযুর পাক (সাঃ) মানবীয় দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না।

১০নং আকিদাঃ (ক) রাসূলুল্লাহ (সাঃ)'র রওজা শরীফ যিয়ারতের উদ্দেশ্যে সফর করা শিরক। (খ) কবর অথবা মাযার যিয়ারতের জন্য দূর থেকে সফর করতে যাওয়া প্রকাশ্য শিরক। (গ) দূর-দূরান্ত থেকে আউলিয়া কেরামের মাজার যিয়ারতের উদ্দেশ্যে সফর করে তথায় পৌছামাত্রই শিরকের অন্ধকারে নিমজ্জিত হবে।

১১নং আকিদাঃ মিলাদ, উরছ, আশুরা শরীফ ইত্যাদি অনুষ্ঠানের নেয়াজ বা তবাররুক খাওয়া ও গ্রহণ করা না জায়েজ।

{ 3 comments ... read them below or Comment }

ফেসবুক ফ্যান হয়ে উঠুন

জনপ্রিয় পোস্টসমূহ

মোট পৃষ্ঠাদর্শন

- Copyright © সত্যকে জানুন - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan -